নিজস্ব সংবাদদাতা : আগামী শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যগুলির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডিজিপিদের একটি চিন্তন শিবিরে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ২৭-২৮ অকটোবর হরিয়ানায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। রাজ্যগুলির স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং কেন্দ্রীয় পুলিশ সংস্থাগুলির (সিপিও) মহাপরিচালকরাও এতে যোগ দেবেন।
মহড়াটি তার স্বাধীনতা দিবসের ভাষণে মোদী কর্তৃক ঘোষিত 'পঞ্চ প্রাণ' (পাঁচটি অঙ্গীকার) অনুসারে অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে নীতি প্রণয়নের জন্য জাতীয় দৃষ্টিভঙ্গি প্রদানের একটি প্রচেষ্টা। সমবায় ফেডারেলিজমের চেতনায় 'শিবির' কেন্দ্র ও রাজ্য স্তরে বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে পরিকল্পনা এবং সমন্বয়ের ক্ষেত্রে আরও সমন্বয় আনবে বলেও জানানো হয়েছে পিএমও-র তরফে।