New Update
/anm-bengali/media/post_banners/pOKt6LfRbJJb4FJA43z3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় ধাক্কা হাত শিবিরে, কংগ্রেসের দু’বারের বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। সকল জল্পনার অবসান ঘটিয়ে রবিবারই বিজেপিতে যোগ দেন অসমের জোরহাটের থোওরা বিধানসভা কেন্দ্রের দু’বারের বিধায়ক সুশান্ত বোরগোহেঁ। সম্প্রতি কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এরপর তিনি টুইটে লিখেছেন, “থোওরার সম্মানীয় বিধায়ক শ্রী সুশান্ত বোরগোহেঁর সঙ্গে সাক্ষাৎ করে আমি খুশি। ৩১ জুলাই উনি কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দেন। রবিবারই বিজেপিতে যোগ দিলেন। উনি অল্পবয়সী, কর্মোদ্যগী। এই যোগদান আমাদের দলকে আরও শক্তিশালী করবে। আমি তাঁকে বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us