New Update
/anm-bengali/media/post_banners/4fMrzXlqNNZtUwfNfB6g.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের জম্মুর আকাশে ৪টি রহস্যজনক ড্রোনের দেখা মিলল। রবিবারও ফের ড্রোনের গতিবিধি নজরে এল জম্মু-কাস্মীরের সাম্বা জেলায়। এই ঘটনায় এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ সাম্বা জেলার বাড়ি ব্রহ্মানা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে ড্রোন উড়তে দেখা যায়। রেঞ্জ সীমার বাইরে থাকায় পুলিশকর্মীরা ড্রোন লক্ষ্য করে গুলি না চালালেও ৯২ নম্বর ইনফ্রানট্রি বিগ্রেডের টহল দেওয়া নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয় এবং সাহায্য চাওয়া হয়। যদিও কোনও পদক্ষেপ করার আগেই ড্রোনগুলি পালিয়ে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us