পাকিস্তানকে এবার জবাব দিলেন সাইমন টাফেল

author-image
Harmeet
New Update
পাকিস্তানকে এবার জবাব দিলেন সাইমন টাফেল

নিজস্ব সংবাদদাতাঃ সত্যি কি নো বল ছিল? ভারত-পাকিস্তান ম্যাচের পর এই প্রশ্ন তুলেছেন পাকিস্তান সমর্থকদের অনেকেই। এমনকি ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসের মতো প্রাক্তনরাও সরব হয়েছেন। নো বল সত্যি ছিল কি না এই প্রশ্ন বা বিতর্কে জবাব দিলেন আইসিসি প্রাক্তন আম্পায়ার সাইমন টাফেল। তিনি বলেছেন, "ফ্রি হিটের জন্য স্ট্রাইকার যখন ওই বলে আউট হবে না, তখন বল মোটেই ডেড নয়। নিয়ম অনুযায়ী ব্যাটার রান নিতেই পারে। বল যদি উইকেটে লেগে বাউন্ডারিতে চলে যেত তাহলে চার রান হত। ওই বলটা বাইয়ের সব শর্ত পূরণ করেছিল। সুতরাং আম্পায়ার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।"