কলকাতা ডার্বিঃ এটিকে মোহন বাগান ম্যাচের সমস্ত টিকিট 'সোল্ড আউট'

author-image
Harmeet
New Update
কলকাতা ডার্বিঃ এটিকে মোহন বাগান ম্যাচের সমস্ত টিকিট 'সোল্ড আউট'

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন কলকাতা ডার্বিকে কেন্দ্র করে ক্রমে বাড়ছে দর্শক উন্মাদনার পারদ। ইতিমধ্যে এটিকে মোহন বাগান গ্যালারির সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টিকিট 'সোল্ড আউট' হওয়ার কথা ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় জানানো হয়েছে। আগামী ২৯ অক্টোবর সন্ধ্যায় সাড়ে সাতটায় যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে ডার্বি।