মিয়ানমারের কাচিন রাজ্যে ভয়াবহ বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

author-image
Harmeet
New Update
মিয়ানমারের কাচিন রাজ্যে ভয়াবহ বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ

নিজস্ব প্রতিনিধি- মায়ানমারে জাতিসংঘ (UN) কাচিন রাজ্যের এইচপাকান্টে সংঘটিত বিমান হামলার রিপোর্টে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যার ফলে কয়েক ডজন হতাহতের ঘটনা ঘটেছে।রবিবার, মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির উত্তরে কাচিন রাজ্যের হাপাকান্ত টাউনশিপের একটি গ্রামের কাছে একটি সংগীত পরিবেশনার অনুষ্ঠানে এই বিমান হামলা চালায়।এক বিশিষ্ট জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন (KIO) এর ৬২ তম বার্ষিকী উদযাপনের অংশ হিসাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল।"মিয়ানমারে জাতিসংঘ (ইউএন) ২৩ অক্টোবর এর রাত ৮:০০ টার দিকে কাচিন রাজ্যের এইচপাকান্টে বিমান হামলার রিপোর্টে গভীরভাবে উদ্বিগ্ন এবং দুঃখিত। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে বোমা হামলায় ১০০ জনেরও বেশি বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক প্রাণহানির খবরও পাওয়া গেছে,” দেশটিতে জাতিসংঘ মিশন বিবৃতিতে বলেছে।