New Update
/anm-bengali/media/post_banners/4JE29x4ncMFANcvqyW0x.jpg)
দিগ্বিজয় মাহালী, ডেবরাঃ কালী পুজোতে ঢাক বাজিয়ে রীতিমতো ভাইরাল হলেন ডেবরার এস ডিপিও গোবিন্দ সিকদার। নিজের অফিসে মঙ্গলবার ভোর রাতে শ্যামা মায়ের আরাধনায় মেতেছিলেন ডেবরা এস ডি পি ও অফিসের পুলিশ কর্মীরা। আর সেই পুজোতেই রীতিমতো প্রফেশনাল ঢাকীদের মতো টানা ৩০ মিনিট ঢাক বাজালেন ডেবরার এসডিপিও গোবিন্দ সিকদার। আর সেই ঢাক বাজানোর ভিডিও ভাইরাল হতে শুরু হয়েছে। রইলো ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us