/anm-bengali/media/post_banners/pMNnPKGLExc96pCJHzBO.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহার: রাজনৈতিক সন্ত্রাস যেন কোনো অবস্থাতেই বন্ধ হচ্ছে না। সোমবার গভীর রাতে শীতলকুচি বিধানসভা এলাকায় ২৩৪ নম্বর ধীরেন বর্মন নামক এক বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুপুর থেকে নিখোঁজ থাকার পরে তার দেহ উদ্ধার হয় গভীর রাতে বাড়ি থেকে কিছু দূরে অবস্থিত একটি বাঁশ বাগানে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। দেহ উদ্ধার করে তারা ময়না তদন্তে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে ধীরেন বর্মন বাড়ির পাশে পাট ক্ষেতের জঞ্জাল পরিষ্কার করতে গিয়েছিল, আর ফিরে আসেনি। অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর এই এলাকার বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করে। এরপর রাত দেড়টা নাগাদ তার নিথর দেহ বাঁশবাগানে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তার গলায় দাগ রয়েছে। ধীরেন বর্মন একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে যথেষ্ট পরিশ্রম করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।
এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ তাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা গলা টিপে হত্যা করেছে। তাদের অভিযোগ, বেশ কিছুদিন থেকেই এলাকায় তৃণমূল কর্মীদের টার্গেট ছিলেন ধীরেন, বেশ কয়েকবার হুমকি পর্যন্ত সামলাতে হয়েছে তাকে। অন্যদিকে মাথাভাঙ্গা কর্তৃত্ব পুলিশ সুপার সিদ্ধার্ত দর্জি জানান, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃত্যুর আসল কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। জেলা বিজেপি কো-অর্ডিনেটর অভিজিৎ বর্মন জানিয়েছেন, সন্ত্রাসের রাজনীতি লাগাতার চলছে জেলা জুড়ে। একের পর এক বিজেপি কর্মীর খুন হচ্ছে, প্রশাসন এবং পুলিশ নির্বিকার। আমরা এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামবো। একইসাথে কোচবিহার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক আব্দুল জলিল আহমেদ জানান, এই ঘটনা বিজেপি গোষ্ঠী কোন্দল এর ফলে হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us