New Update
/anm-bengali/media/post_banners/FnSkn7rpryM3dyMZTGQm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এল ক্লাসিকোয় জঙ্গি হামলার ছক কষেছিল আইএস। সম্প্রতি এমনই কিছু তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমে। জানা গিয়েছে, জঙ্গিরা নাশকতার এই পরিকল্পনা যখন করেছিল, লিওনেল মেসি তখন বার্সেলোনাতেই খেলতেন। ড্রোন উড়িয়ে ন্যু ক্যাম্পে হামলার পরিকল্পনা
​
তৈরি করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। কাজ বাস্তবায়নের জন্য ভার দেওয়া হয়েছিল বার্সেলোনায় বসবাসকারী মহম্মদ ইয়াসি আরমানি নামে এক বার কর্মীর কাঁধে। বার্সেলোনা পুলিশের জালে ধরা পড়েছিল সে। শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি জঙ্গিদের এই হামলার ছক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us