New Update
/anm-bengali/media/post_banners/oIKqd3Fxv8zlLA0t8oLC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এটিকে মোহন বাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গলে স্বস্তি। লাল হলুদ অনুশীলনে যোগ দিয়েছেন হিমাংশু জাংরা। বৃষ্টির মধ্যেই যুবভারতী অনুশীলন করিয়েছেন কোচ স্টিফেন কনস্টানটাইন। অন্য দিকে দীপাবলির কারণে এটিকে মোহন বাগানের অনুশীলনে ছুটি দিয়েছিলেন হুয়ান ফেরান্দো। চলতি মরসুমে হিমাংশুকে ঘিরে রয়েছে ইস্টবেঙ্গল জনতার বিপুল প্রত্যাশা। তিনি অনুশীলনে যোগ দেওয়ায় স্বভাবতই খুশি হয়েছেন ক্লাব সমর্থকরা।
Look who has joined us in training! 🤩#JoyEastBengal#HeroISL#আমাগোমশালpic.twitter.com/93o6U0vdNJ
— East Bengal FC (@eastbengal_fc) October 24, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us