সিত্রাংয়ের প্রভাবে হুড়মুড়িয়ে ভাঙল কোচবিহারের ‘বুর্জ খলিফা’

author-image
Harmeet
New Update
সিত্রাংয়ের প্রভাবে হুড়মুড়িয়ে ভাঙল কোচবিহারের ‘বুর্জ খলিফা’

নিজস্ব সংবাদদাতাঃ কালীপুজোর দুপুরেই বিপত্তি। সাইক্লোন সিত্রাংয়ের দাপটে ঝোড়ো হাওয়ায় কোচবিহারের দিনহাটায় তৈরি ‘বুর্জ খলিফা’ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যদিও দুপুরবেলা মণ্ডপে কোনও দর্শনার্থী না থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে কালীপুজোর দিনই এমন দুর্ঘটনায় উদ্যোক্তাদের মাথায় হাত। সমস্ত পরিশ্রম বিফল হল বলে মনে করছেন তাঁরা। দিনহাটা মহাকাল হাট দয়ার সাগর ক্লাব এবছর কালীপুজোয় দুবাইয়ের বিখ্যাত ‘বুর্জ খলিফা’র আদলে মণ্ডপ তৈরি করেছিল। বাঁশের কাঠামো দিয়ে তৈরি হয়েছিল আকাশচুম্বী অট্টালিকা। ভাল জনসমাগম হবে বলে আশা ছিল তাঁদের। কিন্তু সোমবার দুপুরে সেই আশায় জল ঢেলে দিল দুর্যোগ। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ইতিমধ্যে বঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ঝড়ের গতিও কম নয়। আর সেই ঝড়ের দাপটে আচমকা প্রায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের তৈরি ‘বুর্জ খলিফা’।