New Update
/anm-bengali/media/post_banners/E2F62BoUZvsQMAwW5XGA.jpg)
নিজস্ব প্রতিনিধি-দীপাবলির পুণ্য লগ্নে নানা অলংকারে গহনায় সেজে উঠেছেন মাতা ত্রিপুরেশ্বরী,ইতিমধ্যেই বৃষ্টিকে উপেক্ষা করে ত্রিপুরার উদয়পুরে উপস্থিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা তিনি সেখানে গিয়েই সস্ত্রীক পুজো দেন, করেন মঙ্গল আরতি।
​
"দিওয়ালি মেলা উপলক্ষে আজ ত্রিপুরাসুন্দরী মায়ের দর্শন করি। রাজ্যের আপামর জনসাধারণের সুখ, শান্তি ও মঙ্গলার্থে দেবী মায়ের কাছে পুজো দেই এবং মঙ্গল আরতিতে অংশ নিই। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে দিওয়ালি মেলায় সামিল হয়েছেন তাতে আমি খুবই আপ্লুত।"বলেন মানিক সাহা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us