সোনা ও রূপোর রাখি তৈরি করছেন গুজরাতের এই স্বর্ণকার

author-image
Harmeet
New Update
সোনা ও রূপোর রাখি তৈরি করছেন গুজরাতের এই স্বর্ণকার

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতের রাজকোটে এক সোনার দোকানে সোনা এবং রূপো দিয়ে রাখি তৈরি হচ্ছে। স্বর্নকার সিদ্ধার্থ শাহলিয়া জানিয়েছেন, তাদের কাছে রয়েছে ৫০টি ডিজাইনের রূপোর রাখি এবং ১৫টি ডিজাইনের সোনার রাখি। রাখি গুলির ওজন ১ গ্রাম থেকে দেড় গ্রামের মধ্যে। রূপোর রাখি গুলির দাম ১৫০-৫৫০ টাকার মধ্যে। ​