নিজস্ব সংবাদদাতা : বিহারের ঔরঙ্গাবাদ জেলায় নদীতে কাপড় কাচতে গিয়ে ডুবে মৃত্যু হল ৫ জনের। এদের মধ্যে চার কিশোরী সহ বছর ৪০-এর এক মহিলা রয়েছেন।পাটনা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে হামিদনগর গ্রামের ঘটনা। প্রথমে পিছলে গিয়ে নদীতে পড়ে যায় এক বিশোরী।
দাউদনগর মহকুমা ম্যাজিস্ট্রেট কুমারী অনুপম সিং বলেন, বাকি তিন জন তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তারা সবাই ডুবে যেতে থাকে। তাদের দেখে, পথচারীদের মধ্যে একজন মেয়েটিকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু তারা সবাই ভয়ে তাকে ধরে টান দেয়, যার ফলে পাঁচজনই ডুবে যায়।মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং মৃতের আত্মীয়দের প্রত্যেককে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।