New Update
/anm-bengali/media/post_banners/fsfCQ5TNOEz1VpLH0RDp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে বিস্ময়। প্রথম চারে প্রবেশ করেছে নিউক্যাসেল ইউনাইটেড। ১২ ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ২১। টটেনহ্যামের বিরুদ্ধে জয় পেয়ে তারা ক্রম তালিকার চতুর্থ স্থানে। প্রথম স্থানে যথারীতি রয়েছে আর্সেনাল, তাদের প্রাপ্ত পয়েন্ট ১১ ম্যাচে ২৮। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির নামের পাশে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট। টটেনহ্যাম ১২ ম্যাচ খেলে পেয়েছে ২৩ রান। চেলসি পাঁচ নম্বরে, ১১ ম্যাচে পেয়েছে ২১ পয়েন্ট।
Do you see your team? 🤔 pic.twitter.com/xNV7tfCZIu
— Premier League (@premierleague) October 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us