চার ম্যাচ পর জয়ের সরণীতে ফিরল ভিলা

author-image
Harmeet
New Update
চার ম্যাচ পর জয়ের সরণীতে ফিরল ভিলা

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে চার ম্যাচ পর জয়ের সরণীতে ফিরল অ্যাস্টন ভিলা। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ৪-০ গোলে জতেছে তারা। এক সময় অ্যাস্টন ভিলার ওপর ঝুলছিল অবনমনের খাঁড়া। সেখান থেকে ভিলা এখন উঠে এসেছে ১৪ তম স্থানে। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে গোল করেছেন- লিওন বেইলি, ড্যানি ইঙ্গস, অলি ওয়ালকিন্স। ইঙ্গস জোড়া গোল করেছেন।