বিশ্বকাপে অনিশ্চিত ভারানে

author-image
Harmeet
New Update
বিশ্বকাপে অনিশ্চিত ভারানে

নিজস্ব সংবাদদাতাঃ কাতার বিশ্বকাপের আগে ক্রমে দীর্ঘ হচ্ছে চোটের তালিকা। এবার আসন্ন ফুটবল বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন ফ্রান্সের তারকা ফুটবলার ভারানে। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও চেলসি। সেই ম্যাচেই চোট পেয়েছেন ভারানে। চেলসি স্ট্রাইকার পিয়ের এমরিক অম্বামেয়াংয়ের থেকে বল কেড়ে নেওয়ার সময় হাঁটুতে চোট পেয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার। মাঠে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ভারানে।