New Update
/anm-bengali/media/post_banners/WKASJwypnVmSnw41SrSO.jpg)
নিজস্ব সংবাদদাতা- দুর্গাপুজোর পর এবার সময় কালীপুজোর। আর মাত্র একদিন পরেই সেই আলোর উৎসব দীপাবলি ও কালীপুজো। জেলায় জেলায় নানান থিমে সেজে উঠছে পুজা মন্ডপ|
​
হাওড়া জেলাও তার ব্যতিক্রম নয়। থিমের আবহে সেজে উঠছে হাওড়া 'জগাছা ধাড়সা আনন্দ নিকেতন' - এর পুজো। এবারে তাদের এই পুজো ৩৬ তম বছরে পা দিল।
​
এবার তাদের থিম " কুমোর পাড়ার গরুর গাড়ি " । এবার এই থিমের স্রষ্টা ১৯ বছরের কলেজছাত্রী শিল্পী সঞ্জনা ভৌমিক।
​
সে তার বন্ধুর সঙ্গে মিলে এই মন্ডপে থিম, মূর্তি এবং মন্ডপের কাজ করছে। তারা আশাবাদী যে তাদের এই প্রয়াস মানুষের মন জয় করবে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us