New Update
/anm-bengali/media/post_banners/P1ZmegcL7K4XlBHhx45T.jpg)
নিজস্ব সংবাদদাতা: বাঙালির পুজো-পার্বন আর খাওয়াদাওয়া হবে না তা তো কখনোই সম্ভব নয়। তাই কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ দীপাবলির জন্য নিয়ে এসেছে কিছু দারুণ জমজমাট আর লোভনীয় পদ।
​
এমনই একটি রেস্তোরাঁর ঠিকানা হল " এফিনগাট। " এই রেস্তোরাঁটির ঠিকানা হল- ২8 পার্ক স্ট্রিট, সেলিকা পার্ক, লেভেল ৭, ম্যাগমা হাউজ, কলকাতা- ৭০০০১৬. এতে পেয়ে যাবেন অ্যাপেটাইজার থেকে ডেসার্ট সবকিছু। তবে এবছর দীপাবলিতে রয়েছে আকর্ষণীয় ছাড়।
​
যারা পুরোপুরি ভারতীয় পোশাকে এদিন রেস্তোরাঁতে আসবেন তারা সেদিন পেয়ে যাবেন বিলের উপর ১০ শতাংশ ছাড়। এই ডিসকাউন্ট চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। ভারতীয় থেকে শুরু করে কন্টিনেন্টাল সবকিছুই পেয়ে যাবেন এই রেস্তোরাঁয়। তাহলে আর দেরি না করে চলে আসুন এই রেস্তোরাঁয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us