দীপাবলিতে কীভাবে রাখবেন বাড়ির আদরের পোষ্য'র খেয়াল?

author-image
Harmeet
New Update
দীপাবলিতে কীভাবে রাখবেন বাড়ির আদরের পোষ্য'র খেয়াল?

নিজস্ব সংবাদদাতা- দীপাবলি মানেই আলোর উৎসব। নানা রঙের আলোর বাহার আর বিভিন্ন আতশবাজির রমরমা। আর এই আতশবাজি মানুষের কাছে যতটাই আনন্দের হোক না কেন, আপনার বাড়ির প্রিয় পোষ্যদের জন্য তা আতঙ্কের। তারা ভয় পায় তীব্র শব্দকে, আগুনের ফুলকির ঝলকানিকে। তাই নিজের আনন্দের সাথে সাথে পোষ্য'র খেয়াল রাখাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। 





বাজি থেকে আপনার পোষ্যকে দূরে রাখাই শ্রেয়। নাহলে তাদের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। শব্দবাজিতে ওদের শ্রবণশক্তির ক্ষতি হতে পারে। তাই তা একেবারেই বর্জন করা উচিত। বিকেল বা সন্ধ্যার পর তাদের বাড়ির বাইরে বের করা উচিত নয়। আপনার পোষ্যকে অতিথিদের ভিড়ে একা ছেড়ে না দিয়ে কাছে কাছে থাকুন। আর সাথে অবশ্যই ' ফার্স্ট এইড' বক্স রাখতে হবে। যাতে কোনোভাবে আপনার পোষ্য আহত হলেও যেন দ্রুত তার ফার্স্ট এইড করা যায়।