আজকের দিনেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬ গোল দিয়েছিল সিটি

author-image
Harmeet
New Update
আজকের দিনেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬ গোল দিয়েছিল সিটি

নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার সিটির জন্য আজ এক ঐতিহাসিক দিন। আজকের দিনেই চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৬ গোল দিয়েছিল সিটি। ১৯৫৫ সালের ফেব্রুয়ারী থেকে ২৩ অক্টোবর ২০১১-এর মধ্যেকার এই সময়কালে এটিই ছিল ম্যানচেস্টার ইউয়ানিটেডের সবথেকে খারাপ ফলাফল। ইউনাইটেডের বিরুদ্ধে সেদিন ৬-১ গোলে ম্যাচ জিতেছিল সিটি। মারিও বালোতেল্লি, সের্হিও আগুয়েরো, ডেভিড সিলভা এবং এডিন দায়েকোররা গোল করেছিলেন সিটির হয়ে ।