দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানা গ্রামরক্ষী শ্যামা পূজা কমিটির উদ্যোগে শ্রী শ্রী মা পিঙ্গলেশ্বরী দেবীর অভিষেক হল।
রবিবার সকালে পিংলা থানা থেকে পিংলা বাজার পর্যন্ত একটি বর্নাঢ্য র্যালি করা। প্রতিষ্ঠা পুকুর থেকে ঘটে করে জল এনে পুজো শুরু হয় মায়ের। পুজোতে সামিল পুলিশ কর্মী থেকে এলাকাবাসী।