New Update
/anm-bengali/media/post_banners/CB2ajPuqARqufCbvJZE3.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার একপেশে ম্যাচ। বল হাতে প্রতিপক্ষকে টেক্কা দেওয়ার পর ব্যাটেও জবাব দিচ্ছেন শ্রীলঙ্কা। ১২৯ রানের টার্গেট স্কোর তাড়া করতে নেমে কার্যত কোনও বেগ পেতে হচ্ছে না দ্বীপ রাষ্ট্রের দলকে। ওপেন করতে নেমে অর্ধশতরান করলেন কুশল মেন্ডিস। এখনও ক্রিজে টিকে রয়েছেন তিনি। একটি মাত্র উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা।
A brilliant knock from Kusal Mendis 🌟 #SLvIRE | 📝: https://t.co/TAkFLuKkUzpic.twitter.com/M8TDUlUAjL
— ICC (@ICC) October 23, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us