/anm-bengali/media/post_banners/flEBD9Rq4cqGuSryX17i.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ ছিটমহল বিনিময় এর ষষ্ঠ বছরের স্বাধীনতা দিবস উদযাপনে জাতীয় পতাকা উত্তোলিত হলো দিনহাটার সীমান্তবর্তী পোয়াতুরকুটি,মশালডাঙা,করলা সহ বিভিন্ন এলাকায় । গতকাল মধ্যরাতে অন্যান্য বছরগুলোর মতো মোমবাতি জ্বালিয়ে আনন্দ উৎসব পালন করে তারা। উল্লেখ্য ২০১৫ সালে ভারতের ১১১ টি ছিটমহল অন্তর্ভুক্ত হয় বাংলাদেশে, অন্যদিকে ভারতের মধ্যে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল ভারতে অন্তর্ভুক্ত করা হয়। যার ফলে বদলে যায় ভারত বাংলাদেশের মানচিত্র। সেইসঙ্গে ছিটমহলে থাকা সাধারণ মানুষ স্বাধীনতার পর ৬৮ বছরের বন্দি জীবন থেকে মুক্তি পায়। সেই কারণেই ২০১৫ সালের পর থেকে প্রতি বছর ৩১ জুলাই মধ্যরাতে ভারতে থাকা ছিটমহলের মানুষেরা ৬৮ টি মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অন্ধকার জীবন থেকে আলোর জীবনে পদার্পণের আনন্দে মেতে ওঠে। পাশাপাশি ১লা আগস্ট স্বাধীন ভারতের নাগরিক হিসেবে জাতীয় পতাকা উত্তলন করে জাতীয় সংগীর গায়
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us