New Update
/anm-bengali/media/post_banners/9Jbg83bsnQNBITfjhKuh.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সত্যি কি শেষ হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জমানা? এবারের ব্যালন ডি অরের জন্য পর্তুগিজ মহাতারকা নাকি একটিও ভোট পাননি। এ বছর রিয়েল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা ৫৪৯টি ভোট পেয়েছিলনে। সাদিও মানে পেয়েছিলেন ১৯৩টি ভোট। সেখানে একটিও ভোট পাননি রোনাল্ডো। যার ফলে ব্যালন ডি অর প্রাপকদের দৌড়ে তাঁর জায়গা হয়েছে কুড়িতম স্থানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us