New Update
/anm-bengali/media/post_banners/PN1LY6KvIY6IrzhfAv1W.jpg)
নিজস্ব প্রতিনিধি-উল্লেখ্য পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সূরানারায়নপুর এলাকার এক নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মদের দোকানের পাশের নির্জন এলাকায় ধর্ষণ করে অমিত দোলই নামে এক যুবক, ওই যুবকের বাড়ি কেশপুর থানার পদিমা এলাকায়, ধর্ষণের অভিযোগেই শুক্রবার রাতে অমিত দোলই নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ, আজ শনিবার তাকে আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহাকুমা আদালত, এমনটাই জানিয়েছেন ঘাটাল মহকুমা আদালতের সরকারি আইনজীবী নইমুদ্দিন আহমেদ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us