New Update
/anm-bengali/media/post_banners/605L0QbDDY7h3UOQUsok.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ধেয়ে আসছে সাইক্লোন সিত্রাং। ইতিমধ্যে একাধিক জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারতীয় আবহাওয়া দফতরের তরফে।
জানা গিয়েছে, ওড়িশার পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, ময়ূরভঞ্জ, জাজপুর, কেওনঝর, কটক এবং খুরদা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা বলেন, 'আমরা আটটি জেলার কর্তৃপক্ষকে হাই অ্যালার্টে রেখেছি। রাজ্য এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us