'কোন দলের সঙ্গেই জোটে যাবে না বিজেপি',- বিজেপি নেতা ডাঃ অশোক সিনহা

author-image
Harmeet
New Update
'কোন দলের সঙ্গেই জোটে যাবে না বিজেপি',- বিজেপি নেতা ডাঃ অশোক সিনহা

নিজস্ব প্রতিনিধি-২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কোন দলের সঙ্গেই জোটে যাবে না বিজেপি।বিজেপি একাই লড়বে।অতি সম্প্রতি চিন্তন শিবিরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে এক সাংবাদিক সম্মেলন একথা জানান বিজেপি নেতা ডাঃ অশোক সিনহা।






সেই সঙ্গে তিনি,শুক্রবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে সিপিএমের সমাবেশকে কটাক্ষ করে বলেন, ২০২৩ এর নির্বাচনে সিপিআইএম একা ক্ষমতায় আসতে পারবে না তাই বিরোধীদের সাথে চাইছে সিপিআইএম।