New Update
/anm-bengali/media/post_banners/EA6vahbcfm6F28O6ZwZj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের অনবদ্য জয়। অস্ট্রেলিয়াকে তাদেরই ঘরের মাঠে নিউজিলিল্যান্ড কার্যত দুরমুশ করল। প্রথমে ব্যাট করে ২০০ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৮৯ রানে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। তিনটি করে উইকেট নিয়েছেন টিম সাউদি সাউদি এবং মিচেল স্যান্টনার। জোড়া উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট নিয়েছেন ইশ শোধি এবং লকি ফার্গুসন।
New Zealand win their first men's international game on Australian soil since 2011 🔥#T20WorldCup | #AUSvNZ | 📝 Scorecard: https://t.co/ouB6f5vSvGpic.twitter.com/gcCoihn9UD
— ICC (@ICC) October 22, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us