Himachal Pradesh election: প্রার্থী তালিকায় চমক দিল কংগ্রেস

author-image
Harmeet
New Update
Himachal Pradesh election: প্রার্থী তালিকায় চমক দিল কংগ্রেস




নিজস্ব সংবাদদাতাঃ
আগামী ১২ নভেম্বর এক দফায় বিধানসভা ভোটে হবে হিমাচল প্রদেশে। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস শিবির। সেইসঙ্গে প্রার্থী তালিকায় চমক দিল কংগ্রেস। জয়সিংহপুরে যদভিন্দর গোমা, মানালি আসন থেকে ভুবনেশ্বর গৌর, পাওন্তা সাহিব থেকে কির্নেশ জং, কিন্নৌর থেকে জগত সিং নাগি লড়বেন বলে খবর।