New Update
/anm-bengali/media/post_banners/0jmzAxvhYBqCVXTZsddS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অবনমনের আওতায় রয়েছে লেস্টার সিটি। টুর্নামেন্টে মান রক্ষা করার জন্য প্রতিটি পয়েন্টেই এখন তাদের জন্য প্রয়োজনীয়। এই অবস্থায় এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় জয়টা পেয়েছে লেস্টার। এই নিয়ে পরপর দুই ম্যাচ থেকে পয়েন্ট পেয়েছে লেস্টার। আগের ম্যাচে ড্র করেছিল। বর্তমানে লিগ ক্রম তালিকার উনিশ নম্বরে রয়েছে লেস্টার সিটি। এগারো ম্যাচে তাদের প্রাপ্ত পয়েন্ট ৮।
⚡ "𝑯𝒂𝒓𝒗𝒆𝒚 𝑩𝒂𝒓𝒏𝒆𝒔 𝒍𝒐𝒗𝒆𝒔 𝒔𝒄𝒐𝒓𝒊𝒏𝒈 𝒂𝒈𝒂𝒊𝒏𝒔𝒕 𝑳𝒆𝒆𝒅𝒔 𝑼𝒏𝒊𝒕𝒆𝒅 " ⚡#LEILEEpic.twitter.com/YtMbqLgXaJ
— Leicester City (@LCFC) October 21, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us