দিল্লির মতোই হিমাচলেও মা-ছেলের জুটি ব্যর্থ হবেঃ বিজেপি

author-image
Harmeet
New Update
দিল্লির মতোই হিমাচলেও মা-ছেলের জুটি ব্যর্থ হবেঃ বিজেপি


নিজস্ব সংবাদদাতাঃ
কংগ্রেস শিবিরকে ফের নিশানা করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, 'মা-ছেলের জুটি সোনিয়া গান্ধী-রাহুল গান্ধী যেমন দিল্লিতে আছে তেমনই হিমাচলে প্রতিভা সিং-বিক্রমাদিত্য সিং রয়েছেন যারা বর্তমানে জামিনে রয়েছেন। সেখানেও মা ও ছেলের নেতৃত্ব কাজ করছে না, কংগ্রেস তাদের নেতৃত্ব গ্রহণ করছে না। এখানেও মা-ছেলের নেতৃত্ব কাজ না করায় বেশ কয়েকজন কার্যকরী সভাপতি নিয়োগ করা হয়েছে। এই কার্যকরী সভাপতিদের মধ্যে কেউ কেউ প্রধানমন্ত্রী মোদীর ভক্ত হয়ে উঠেছিলেন। আমি তাদের ধন্যবাদ জানাই যে প্রধানমন্ত্রী মোদীর কাজ থেকে অনুপ্রেরণা নিয়ে তারা বিজেপিতে এগিয়ে গেছে।'