নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ শুক্রবার মধ্যরাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের গুরুতর জখম আরও একজন। ঘটনাটি ঘটেছে বেলিয়াবেড়া থানার জোড়াকুসমা গ্রামের কাছে। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম রামজীবন সিং, বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের ধোবাডাহি গ্রামে। আহত ব্যক্তির নাম কৃষ্ণ দেহুর, বাড়ি গোপীবল্লভপুর ১নং ব্লকের মঠ রঘুনাথপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মোটরসাইকেলে কয়েকজন বেলিয়াবেড়া থানার কুলিয়ানাতে অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। সেখান থেকে অনুষ্ঠান শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে বেলিয়াবেড়া থানার জোড়াকুসমাল গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে ওই বাইক আরোহী। ঘটনার খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ আহত দু জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা রামজীবন সিং-কে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর জখম কৃষ্ণ দেহুরির অবস্থার অবনতি ঘটায় তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট স্থানান্তর করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলিয়াবেড়া থানার পুলিশ।