New Update
/anm-bengali/media/post_banners/1MA1g2DIXYuBi7XqzWwv.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র যাওয়ার সময় বন্যার জল পেরোতে গিয়ে জলের তোড়ে তলিয়ে গেলেন বছর ৩২ এর এক ব্যক্তি। রবিবার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের মনসাতলা চাতালে। এদিন সকালের দিকে মনসতলা চাতাল সংলগ্ন দিয়াসা গ্রামের অভিরাম খামরুই জল পেরিয়ে পাশের গ্রামে যাওয়ার পথে জলের তোড়ে তলিয়ে যায়। ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের সদস্য সহ গ্রামের লোকজন ছুটে যায়। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়। ঘটনাস্থলে পৌঁছেছে চন্দ্রকোনা থানার ওসি সমেত পুলিশ ও চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। জানা গেছে,ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন, জলে নেমে সামালতে না পেরেই তলিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us