New Update
/anm-bengali/media/post_banners/RfvzgCMtcq1GqN9wtzhY.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাস্তার খারাপ অবস্থার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করল কর্ণাটকের তুমকুর জেলার হুলিকেরির স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে হুলিকেরির রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে।
বৃষ্টি হলে একেবারেই যাতায়াত অযোগ্য হয়ে ওঠে রাস্তা। এই পরিস্থিতিতে শুক্রবার রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তায় জমে থাকা জল দিয়ে স্নান করে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us