ইউক্রেনকে তহবিল দেওয়ার বিষয়ে আলোচনা করেছে ইইউ

author-image
Harmeet
New Update
ইউক্রেনকে তহবিল দেওয়ার বিষয়ে আলোচনা করেছে ইইউ


নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। সম্প্রতি ইউক্রেনের একাধিক শহরে হামলা চালিয়েছে রাশিয়া। 

Russia-Ukraine war: List of key events, day 234 | Russia-Ukraine war News |  Al Jazeera

এবার ইউক্রেনকে মৌলিক চাহিদা পূরণের জন্য তহবিল দেওয়ার বিষয়ে আলোচনা করেছে ইইউ। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে প্রতি মাসে ১.৫ বিলিয়ন ইউরো (১.৪৫ বিলিয়ন ডলার) শক্তি, খাদ্য ও জলের মতো মৌলিক চাহিদা পূরণে সহায়তা করার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে।

Russia-Ukraine War News Updates: Russian fuel depot catches fire in the  region bordering Ukraine - The Economic Times