ঋষি সুনাকের পক্ষে কি বললেন সাজিদ জাভিদ?

author-image
Harmeet
New Update
ঋষি সুনাকের পক্ষে কি বললেন সাজিদ জাভিদ?


নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে ঋষি সুনাককে সমর্থন করেছেন সাজিদ জাভিদ। এবার তিনি ঋষি সুনাকের হয়ে বিশেষ বক্তব্য রেখেছেন।


 তিনি বলেন, "এটি স্পষ্ট যে ঋষি সুনাকের কাছে আমাদের চ্যালেঞ্জগুলির সঙ্গে মোকাবেলা করার জন্য সঠিক পদক্ষেপ রয়েছে। তিনি আমাদের দলের নেতৃত্ব দেওয়ার এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক ব্যক্তি"।

Meeting with Sajid Javid to Discuss Better Mobile and Broadband | Rishi  Sunak