​নিজস্ব সংবাদদাতাঃ রবিবার দুপুরে নিজের একটি ছবি পোস্ট করলেন অন্তঃসত্ত্বা নুসরত। সঙ্গে যশের পোষ্য সারমেয়ও রয়েছে। তাঁকে আদর করছেন অভিনেত্রী। ছবির সঙ্গে লিখলেন, ‘যে তোমার কাছে থেকে কিছু না পাওয়ার আশা না করেই তোমাকে ভালবাসবে, এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। নিঃস্বার্থ ভালবাসা এতই দামি যে ভয় করে, তাকে ধরে রাখতে পারব তো? কোনও অহংকার এই ভালবাসার মূল্য বুঝবে না। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধুত্ব পাওয়া দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।’