যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্লার্ক জনসনকে প্রধানমন্ত্রী হতে সমর্থন করেছেন

author-image
Harmeet
New Update
যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ক্লার্ক জনসনকে প্রধানমন্ত্রী হতে সমর্থন করেছেন


নিজস্ব সংবাদদাতা: লিজ ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার লড়াই শুরু হয়েছে। জানা গিয়েছে, বরিস জনসন নতুন করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য লড়াই করবেন।

Boris Johnson gives Simon Clarke MP junior role in government Treasury -  Teesside Live

 এবার জানা যাচ্ছে, যুক্তরাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সাইমন ক্লার্ক বরিস জনসনকে সমর্থন করছেন। এখন দেখার যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন।