New Update
/anm-bengali/media/post_banners/aaPGsVgKLu73wEAHQpTv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি টি২০ টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা। সেই সঙ্গে স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এদিন যোগ দিয়েছিলেন ক্রেগ এরভিন। ওপেন করতে নেমে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে ৫৮ রান করেছেন অধিনায়ক ক্রেগ এরভিন। তাঁর ইনিংস সাজানো হয়েছে ছয়টি বাউন্ডারি দিয়ে। পাঁচ নম্বরে নেমে যথারীতি নিজের জাত চেনালেন সিকান্দার রাজা। প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ১৩২ রান করেছিল স্কটল্যান্ড। সিকান্দার রাজা ২৩ বলে করেছেন ৪০ রান। ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় জিম্বাবোয়ে।
Zimbabwe are through to the Super 12 after a fabulous performance in Hobart 👏🏻
The first time they have made it out of the First Round at the #T20WorldCup 🔥#SCOvZIMpic.twitter.com/W1snTvtwch— ICC (@ICC) October 21, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us