​নিজস্ব সংবাদদাতাঃ এমা ম্যাকিওন- অলিম্পিকের ইতিহাসে চিরকালীন খোদাই থাকবে অস্ট্রেলিয়ার ২৭ বছরের এই মেয়ের নাম। প্রথম কোনও মেয়ে সাঁতারু হিসেবে সাতটা পদক জিতলেন। যার মধ্যে চারটে সোনা, তিনটে ব্রোঞ্জ। মাইকেল ফেলপস, ম্যাট বিওন্ডি একমাত্র আলোচনায় থাকবেন তাঁর সঙ্গে। আর যদি সব মিলিয়ে অলিম্পিকের কথা ভাবা হয়, তা হলে আলোচনা চলতে পারে রাশিয়ান জিমন্যাস্ট মারিয়া গোরোখোভস্কায়ার সঙ্গে। ১৯৫২ সালের অলিম্পিকে তিনিও জিতেছিলেন সাতটা অলিম্পিক পদক।