New Update
/anm-bengali/media/post_banners/JT80mBymwK0P7bh2YF0F.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জয়ের সরণীতে ফিরেছে ইস্টবেঙ্গল। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ৩-১ গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড। তাও আবার কলকাতা ডার্বির আগে। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জেতার পর কোচ স্টিফেন কনস্টানটাইন বলেছেন, "আমরা দলটাকে নতুন করে তৈরি করছি। এবং আজকের ফলে আমি অবশ্যই খুশি। অবশ্যই পরের ম্যাচগুলোতে আরও উন্নত ও ভালো খেলব আমরা... ডার্বির মতো ম্যাচে ফল যা কিছু হতে পারে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us