রাজ্যের চাহিদামতো ভ্যাকসিন এই মাসেও আসছে না কেন্দ্র থেকে

author-image
New Update
রাজ্যের চাহিদামতো ভ্যাকসিন এই মাসেও আসছে না কেন্দ্র থেকে

নিজস্ব প্রতিনিধি:রাজ্যের চাহিদামতো ভ্যাকসিন এই মাসেও আসছে না কেন্দ্র থেকে। ভ্যাকসিন প্রাপ্তির তালিকায় ৪ নম্বরে রয়েছে বাংলা। প্রথম ৩টি স্থানে রয়েছে উত্তর প্রদেশ, মহা্রাষ্ট্র ও বিহার। উত্তর প্রদেশ পাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ ডোজ। আর আগস্টে বাংলাকে ৬৪,০১,৪২০ ডোজ কোভিশিল্ড দেবে কেন্দ্র।