এবার জলের তোড়ে ভাঙল তৃণমূলের কার্যালয়

author-image
Harmeet
New Update
এবার জলের তোড়ে ভাঙল তৃণমূলের কার্যালয়

নিউজ ডেস্ক, মেদিনীপুর:  টানা বৃষ্টির পর জলের তোড়ে মেদিনীপুর সদর ব্লকে ভাঙল তৃণমূলের কার্যালয়। কয়েকদিনের প্রবল বর্ষণে জেলায় কৃষিজমি ক্ষতির পাশাপাশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ির। গোটা জেলা জুড়ে প্রচুর ঘরবাড়ি ভেঙেছে, বাড়ির দেওয়াল পড়ে গিয়েছে। এখনো বহু জায়গায় বৃষ্টির জল পেয়ে মাটির দেওয়াল নরম হয়ে রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গড়বেতায় দেওয়াল চাপা পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার মেদিনীপুর সদর ব্লকে জলের তোড়ে ভেঙে পড়লো দলীয় কার্যালয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেদিনীপুর সদর ব্লকের বিশ্রীপাট এলাকায়। দেখা গিয়েছে, জলের তোড়ে ভেঙে গুড়িয়ে যায় কার্যালয়টি। ইঁটের দেওয়াল ও অ্যাসবেসটারের ছাউনি দেওয়া ওই কার্যালয়টি স্থানীয় জলের ক্যানেলের পাশে তৈরি করেছিল। স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে বৃষ্টির জল গ্রামের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। ওই কার্যালয়টির পাশে একটি ক্যানেল রয়েছে জল যাওয়ার জন্য। জল বৃদ্ধি পাওয়ায় কার্যালয়টির দেওয়ালের গোড়ার মাটি ধুয়ে যায়। দু-তিনদিন ধরে ক্রমশ মাটি ক্ষয়ে যাচ্ছিলো। ফলে কার্যালয়ের দেওয়াল  হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা বলেন, কার্যালয়টি ২০১৮ সালে তৈরি হয়েছিলো। এখান থেকেই বুথে দলের কাজকর্ম হতো। কার্যালয়টি ভেঙে যাওয়ায় চিন্তায় পড়েছেন। যদিও তারা বলেন দ্রুত এটি সারিয়ে তোলা হবে।