New Update
/anm-bengali/media/post_banners/iegwbRCJl9dufL5UEJ0b.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দাপটের সঙ্গে খেলল আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ব্লান্ডস্টোন এরিনায় প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করেছিল ওয়েস্ট। টি২০ ক্রিকেট ফরম্যাটের নিরিখে এই স্কোর মোটামুটি লড়াই করার মতো। কিন্তু এদিন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যে খেলাটা খেললেন তাতে ধোপে টিকল না ক্যারিবিয়ানদের কোনও জারিজুরি।
​
কুড়ি ওভার শেষ হওয়ার আগেই ম্যাচ নিজেদের নামে করে নেয় আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং এবং অ্যান্ড্রু করেছেন যথাক্রমে ৪৮ বলে অপরাজিত ৬৬ রান এবং ২৩ বলে ৩৭ রান। তিন নম্বরে ব্যাট করতে নেমে লোরকান টাকার করেছেন ৩৫ বলে ৪৫ রান। ৯ বল বাকি থাকতে ম্যাচ নিতে নিয়েছে আয়ারল্যান্ড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us