New Update
/anm-bengali/media/post_banners/JYxteF4X0C9PXqWLAgSx.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ শনিবারই ঘাটাল থানায় জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে থানা। অস্থায়ী জায়গায় ভাড়া বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় থানাকে। রবিবার ভোর রাতে ঘাটাল মহকুমাশাসকের কার্য্যালয়েও জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে, মহকুমা শাসকের কার্য্যালয়ের দেওয়াল ভেঙে এবার জলের তলায় ঘাটাল উপ সংশোধনাগার। ওই সংশোধনাগারে জল ঢুকে পড়ায় ৬১ জন কয়েদিকে আপাতত সংশোধনাগারের ব্যারাকে নিরাপদে রাখা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us