New Update
/anm-bengali/media/post_banners/ShaKqXUFHUscifmftsw9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ব্র্যান্ডন কিং। শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও রান পেয়েছেন তিনি। ৪৮ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। প্রথমে ব্যাট করে দল ৫ উইকেটের বিনিময়ে ১৪৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে বেনে আপাতত চালকের আসনে রয়েছে আয়ারল্যান্ড। সাত ওভারের মধ্যে ইতিমধ্যে ৭০ রান করেছে আয়ারল্যান্ড। দুই ওপেনার পল স্টার্লিং এবং অ্যান্ড্রু ক্রিজে রয়েছেন।
Brandon King produced a much-needed big score for West Indies 🙌#IREvWI | 📝 https://t.co/LNaSAJSEKW
Head to our app and website to follow the #T20WorldCup action 👉 https://t.co/76r3b7l2N0pic.twitter.com/y8xsdnxVPk— ICC (@ICC) October 21, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us