ট্রাসের পদত্যাগের পর ব্রিটেন রাজনৈতিক স্থিতিশীলতা খুঁজে পাবে: আইরিশ প্রধানমন্ত্রী

author-image
Harmeet
New Update
ট্রাসের পদত্যাগের পর ব্রিটেন রাজনৈতিক স্থিতিশীলতা খুঁজে পাবে: আইরিশ প্রধানমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা: লিজ ট্রাসের পদত্যাগের পর বিশ্বের একের পর এক নেতা নিজেদের বক্তব্য রাখছেন। এবার এই বিষয়ে বক্তব্য রেখেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। 

Liz Truss resigns as UK PM after short, rocky stint | Deccan Herald

এই বিষয়ে তিনি ট্রাসের পদত্যাগের পর ব্রিটেন রাজনৈতিক স্থিতিশীলতা খুঁজে পাবে বলে আশা করেন। তিনি জানান, এই সময়টি লিজ ট্রাসের জন্য খুব কঠিন সময়।