লিজ ট্রাসের পদত্যাগে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে

author-image
Harmeet
New Update
লিজ ট্রাসের পদত্যাগে মুখ খুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে


নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন লিজ ট্রাস। এবার এই বিষয়ে মুখ খুললেন যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, "একটি সুশৃঙ্খল উত্তরণের জন্য একটি রোডম্যাপ দেওয়ার জন্য সঠিক প্রধানমন্ত্রী প্রয়োজন।

Why Some People Think Theresa May's Easy Question For Liz Truss Was Not A  Win After All | HuffPost UK Politics

 সাংসদদের এখন আপস করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের দেশের জন্য এই সংকটময় মুহূর্তে বিচক্ষণ, যোগ্য সরকার প্রদান করা আমাদের কর্তব্য।
Liz Truss is walking into the same trap that snared Theresa May | The  Independent