Firecracker ban: 'খোলা বাতাসে শ্বাস নিতে দিন', জানাল সুপ্রিম কোর্ট

author-image
Harmeet
New Update
Firecracker ban: 'খোলা বাতাসে শ্বাস নিতে দিন', জানাল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতাঃ সামনেই দীপাবলি। এই অবস্থায় রাজধানী দিল্লিতে শব্দবাজির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করা হয়। সেই আবেদনও জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছিল, যা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।







 সেই দাবি খারিজ করে দিয়ে বড়সড় মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে, 'মানুষকে পরিষ্কার ও খোলা বাতাসে শ্বাস নিতে দিন এবং নিজের টাকায় মিষ্টি কিনতে দিন।' তাৎপর্যপূর্ণভাবে দিল্লিতেও বাজি ও আতসবাজি কেনা-বেচায় নিষেধাজ্ঞা রয়েছে। তা অমান্য করলে ২০০ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।